খেলাধুলা

পদ্মা সেতু চালু হলে বেশি লাভবান হবে খুলনাঞ্চল
Khulna News

খুলনা: প্রধানমন্ত্রীর একক প্রচেষ্টায় ও দৃঢ় মনোবলের কারণেই পদ্মা সেতু নির্মাণ হচ্ছে। এই সেতু নির্মিত হলে খুলনাঞ্চল সবচেয়ে বেশি লাভবান হবে বলে জানিয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক।

শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০১৮ উপলক্ষে অনুষ্ঠিত সেমিনার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

মহানগরীর টাইগার গার্ডেন হোটেলে খুলনা-মোংলা আঞ্চলিক কমিটি এ সেমিনার ও আলোচনা সভার আয়োজন করে।
দিবসটির এবারের প্রতিপাদ্য ‘অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে নিরাপদ বাণিজ্য পরিবেশ’।

তালুকদার খালেক বলেন, বর্তমান সরকারের আন্তরিকতার কারণেই মৃতপ্রায় মোংলা বন্দর এখন সচল। ২০১৭ সালের নভেম্বর মাসে বন্দরে ৮৭টি জাহাজ ও ডিসেম্বরে ৫৪টি জাহাজ এসেছে। এ ধারা অব্যাহত রাখতে হবে। বন্দর সচল থাকলে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য বাড়বে, বাড়বে রাজস্ব আহরণ।

‘অবকাঠামোগত উন্নয়ন ছাড়া কোনো এলাকার উন্নয়ন হয় না। এ অঞ্চলের প্রতি আলাদা নজরের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোংলায় ইপিজেড স্থাপন, রূপসা ব্রিজ নির্মাণ, মাওয়া-মোংলা সড়ক নির্মাণ, মোংলায় সাইলো নির্মাণ করেছেন। বাগেরহাটের ফয়লাতে ৫৩৬ একর জমি অধিগ্রহণ করা হয়েছে,  বিমানবন্দর নির্মাণের কাজ চলমান। খুলনা-মোংলা রেল লাইন নির্মাণের কাজ চলছে দ্রুতগতিতে।’

তিনি আরও বলেন, নৌবাহিনীর মাধ্যমে মোংলা বন্দরের ড্রেজিংয়ের কাজ করানো হবে। মোংলা বন্দর ও ব্যবসায়ীদের স্বার্থেই দ্রুত মোংলা কাস্টমস হাউস মোংলায় স্থানান্তরের জন্য এনবিআরসহ স্থানীয় কর্তৃপক্ষকে পরামর্শ দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রথমবারের মতো ২০১৭ সালে মোংলা কাস্টম হাউসে সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী পাঁচটি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে প্রধান অতিথি ও অন্য অতিথিরা সম্মাননা ক্রেস্ট তুলে দেন। সম্মাননাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো- এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড কার সিলেকশন, শুন শিং এডিবল অয়েল লিমিটেড, দি অটোস ও বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড।

সেমিনারে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ,খুলনা-২ আসনের সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমান, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর) কালিপদ হালদার, কর আপিলের কর কমিশনার প্রশান্ত কুমার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার সুবাস চন্দ্র সাহা, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. হাবিবুর রহমান, মোংলা বন্দরের সদস্য (অর্থ) গোলাম মোস্তফা এবং খুলনা চেম্বারের সভাপতি কাজী আমিনুল হক।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিলের কমিশনার আবদুল মান্নান শিকদার। সেমিনারে সভাপতিত্ব করেন মোংলা কাস্টম হাউসের কমিশনার মারগুব আহমদ।

দিবসটি পালন উপলক্ষে সংসদ সদস্য তালুকদার আবদুল খালেকের নেতৃত্বে সকাল সোয়া ৮টায় খালিশপুর মোংলা কাস্টম হাউস থেকে নগরীর শিববাড়ী মোড় পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে জেলা পরিষদের চেয়ারম্যান, কাস্টমস কর্মকর্তা, সরকারি কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।



সুত্রঃ  বাংলানিউজটোয়েন্টিফোর.কম, জানুয়ারি ২৬, ২০১৮
বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষকসহ নিহত ২
BD News

বরিশাল: বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় বিশ্বনাথ চক্রবর্তী (৬৫) নামে এক প্রবীণ শিক্ষক ও ফাতেমা আক্তার (১১) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

শুক্রবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় নগরের নতুনবাজার সংলগ্ন সড়কে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় বিশ্বনাথ চক্রবর্তী গুরতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত বিশ্বনাথ চক্রবর্তী শহরের অমৃত লাল দে সড়কের ঝাউতলা প্রথম গলি এলাকার বাসিন্দা।

হাসপাতালের চিকিৎসক ডা. দাস রনবীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতারে জরুরি বিভাগে নিয়ে আসা হলে পঞ্চম তলার সার্জারি ইউনিটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছু সময় পর তার মৃত্যু হয়।

অপরদিকে উজিরপুর উপজেলার মূলপাইন নামক স্থানে ব্যাটারি চালিত ইজিবাইক উল্টে ফাতেমা আক্তার (১১) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। সে স্থানীয় শের-ই-বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী ও উজিরপুর পৌর এলাকার বাসিন্দা রহমান সেরনিয়াবাতের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে উজিরপুরের বড়কোঠায় কুলখানির অনুষ্ঠানে অংশগ্রহণ করে নিজেদের ইজিবাইকে চরে বাড়িতে ফেরছিলো বাবা ও মেয়ে। পথিমধ্যে উজিরপুর-ধামুড়া আঞ্চলিক সড়কের মূলপাইন নামকস্থানে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ফাতেমা গুরুতর আহত হয়।

প্রথমে তাকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোররাতে ফাতেমা মারা যায়।



সুত্রঃ  বাংলানিউজটোয়েন্টিফোর.কম, জানুয়া‌রি ২৬, ২০১৮
দৃষ্টি প্রতিবন্ধী সেজে নিয়োগ পরীক্ষা, অতঃপর কারাদণ্ড
National News

মাগুরা: দৃষ্টি প্রতিবন্ধী সেজে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ ও এ কাজে সহযোগিতা করার অভিযোগে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৬ জানুয়ারি) একটি বাড়ি একটি খামার প্রকল্পের অধীনে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় মাগুরা শহরের স্টেডিয়াম পাড়া  বালিকা মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হচ্ছেন- ভুয়া দৃষ্টি প্রতিবন্ধী মাগুরা সদর উপজেলার আবালপুরের সাহেব আলী। তার সহযোগী একই গ্রামের সাফায়াত হোসেন ও শহরের পুলিশ লাইন পাড়ার শিমুল হোসেন। এদের  মধ্যে সাহেব আলীকে দুই মাস ও অপর দুইজনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মাগুরা সদর উপজেলার নির্বাহী কর্তকর্তা (ইউএনও) আবু সুফিয়ান বাংলানিউজকে বলেন, সাহেব আলী একটি খামার একটি প্রকল্পের মাঠ সহকা‍রী পদের একজন পরীক্ষার্থী। তিনি নিজেকে সম্পূর্ণ দৃষ্টি প্রতিবন্ধী পরিচয় দিয়ে পরীক্ষা দেওয়ার জন্য সাফায়াত হোসেনকে শ্রুতি লেখক হিসেবে মনোনীত করেন। সরকারি নিয়মানুযায়ী যে যোগ্যতার পরীক্ষা তার চেয়ে কর্ম যোগ্যতার শিক্ষাথীকে শ্রুতি লেখক হিসেবে মনোনয়ন দিতে হয়। প্রতারক সাহেব আলী এক্ষেত্রে সাফায়াতকে পাবনা জেলার একটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র দেখিয়ে সনদ জমা দেয়। কিন্তু আসলে সাফায়াত মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্র।

এছাড়া সাহেব আলী দৃষ্টি প্রতিবন্ধী নয়। সে দেখতে পায়। শুক্রবার কেন্দ্রে পরীক্ষা দেওয়ার সময় দায়িত্বরতদের কাছে প্রতারণার বিষয়টি ধরা পড়লে মাগুরা জেলা প্রশাসক আতিকুর রহমানকে তারা বিষয়টি জানান। জেলা প্রশাসক ঘটনাস্থলে এসে এ ব্যাপারে তদন্ত করলে সাহেব আলী ও সাফায়েত তাদের দোষ স্বীকার করেন। যার প্রেক্ষিতে তাদের দু’জনসহ এ কাজে সহযোগিতার জন্য শিমুল নামে আরো একজনকে এ দণ্ড দেওয়া হয়।



সুত্রঃ  বাংলানিউজটোয়েন্টিফোর.কম, ২৬ জানুয়ারি, ২০১৮
কমলনগরে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করায় কিশোর আটক
BD News

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে হেলাল উদ্দিন (১৭) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।

হেলাল তোরাবগঞ্জ ইউনিয়নের ইসলামগঞ্জ এলাকার মোসলেহ উদ্দিনের ছেলে। স্থানীয় একটি সেলুনে কাজ করে সে।

শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার ইসলামগঞ্জ বাজার থেকে স্থানীয় যুবলীগ নেতাকর্মীদের সহযোগীতায় তাকে আটক করে পুলিশ।

তোরাবগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওর্য়াড যুবলীগের সভাপতি নুরুল আমিন বাংলানিউজকে জানান, বৃস্পতিবার (২৫ জানুয়ারি) রাতে এমডি হেলাল নামের একটি ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে পোস্ট দেওয়া হয়। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে এলাকার লোকজনের সহযোগিতায় অভিযান চালিয়ে হেলাল নামের ওই কিশোরকে আটক করে পুলিশ।

অভিযুক্ত হেলাল বলেন, সে ফেসবুক চালাতে জানেন না। তার নিজের ব্যক্তিগত কোনো আইডি নেই। ষড়যন্ত্র করে অন্য কেউ তাকে ফাঁসাতে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে দিয়েছে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



সুত্রঃ  বাংলানিউজটোয়েন্টিফোর.কম, জানুয়ারি ২৬, ২০১৮
দুই সপ্তাহ ধরে দেশের হলে শুধু ভারতীয় ছবি
BD Movies

নতুন বছরের শুরুটা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্য সুখকর হলো না। ৫ জানুয়ারি মুক্তি পেয়েছিলো তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর প্রযোজিত ছবি ‘পুত্র’। অটিজম বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নির্মিত ছবিটি প্রায় শতাধিক হলে মুক্তি পায়।

পরের সপ্তাহে ১২ জানুয়ারি মুক্তি পায় পাঁচ বছরের পুরনো ছবি ‘পাগল মানুষ’। ছবিটিতে শাবনূরের বিপরীতে অভিনয় করেন শাহের খান। এ দুটি ছবি ছাড়া জানুয়ারিতে বাংলাদেশি আর কোনো ছবি মুক্তি পায়নি।

চলচ্চিত্র আমদানি-রপ্তানি নীতিমালার মাধ্যমে ১৯ জানুয়ারি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় কলকাতার বাংলা ছবি ‘জিও পাগলা’। ‘পুড়ে যায় মন’ ছবির বিপরীতে ছবিটি দেশে আমদানি করা হয়। কলকাতার তারকাবহুল ছবিটি দেশের বাজারে মুখ থুবড়ে পড়ে। রবি কিনাগির ছবিটি সিনেমা হলে দর্শক টানতে পারেনি।

শুক্রবার (২৬ জানুয়ারি) মাসের শেষ সপ্তাহে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে কলকাতার ছবি ‘ইন্সপেক্টর নটি কে’। জিৎ-ফারিয়া জুটির ছবিটির সেন্সর বোর্ডের ছাড়পত্র মিললো মুক্তির মাত্র একদিন আগে! ছবিটির প্রচারণায় দেশে এসেছেন জিৎ। গত ১৯ জানুয়ারি ‘ইন্সপেক্টর নটি কে’ মুক্তি পায় কলকাতায়। তবে নিজ দেশে সফলতা পাননি জিৎ।

যেখানে প্রতি সপ্তাহে দুটি করে ছবি মুক্তির রেওয়াজ রয়েছে সেখানে দেশের প্রেক্ষাগৃহে সপ্তাহে ছবি মুক্তি পাচ্ছে একটি! জানুয়ারিতে চারটি মুক্তিপ্রাপ্ত ছবির মধ্যে দুটিই ভারতীয় ছবি। আর এমন পরিস্থিতিতে চলচ্চিত্র বোদ্ধারা হতাশা প্রকাশ করছেন।

পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বিষয়টি নিয়ে নেতিবাচক মন্তব্য করেন। বাংলানিউজকে তিনি বলেন, পরপর দুই সপ্তাহে কলকাতার ছবি বাংলাদেশে মুক্তি পাওয়া আমাদের জন্য নেতিবাচক। এটা কখনো কাম্য নয়। এতে করে আমাদের দেশি ছবি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি আরও বলেন, আমি মনে করি বছরে আমদানিকৃত ছবির সংখ্যা নির্ধারণ করে দেয়া উচিৎ। এতে করে আমদানিকৃত ছবি মুক্তির বিষয়টি নিয়ন্ত্রণ করা যাবে।


সুত্রঃ  বাংলানিউজটোয়েন্টিফোর.কম, জানুয়ারি ২৬, ২০১৮