মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রর ১৮ শতাংশ কাজ শেষ হয়েছে
Electricity News BD


কক্সবাজার: কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে প্রায় ৫০ হাজার কোটি টাকা ব্যয়ে ১২০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ১৮ শতাংশ কাজ শেষ হয়েছে। ২০২৩ সাল নাগাদ এ কাজ শেষ হবে।

শুক্রবার (০৫ জানুয়ারি) বিকেলে প্রকল্প পরিদর্শনে গিয়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ একথা বলেন।

তিনি বলেন, পরিবেশের কথা চিন্তা করে প্রকল্প এলাকায় আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্ল্যান্ট নির্মাণ করা হচ্ছে। তাই পরিবেশের কোনো ক্ষতি হবে না। 

প্রকল্প পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জেলা প্রশাসক মো. আলী হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফাসহ জাইকার কর্মকর্তারা।

দেশের একমাত্র পাহাড়ি দ্বীপ উপজেলা মহেশখালীর মাতারবাড়িতে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে এ তাপ বিদ্যুৎ কেন্দ্রটি নির্মিত হচ্ছে।


সুত্রঃ  বাংলানিউজটোয়েন্টিফোর.কম, জানুয়ারি ০৫, ২০১৮

Post A Comment:

0 comments: